পরিচ্ছেদঃ ৩৪/৬. ঘোড়ার গোশত খাওয়া।
১২৭০. আসমা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ’আমলে আমরা একটি ঘোড়া (নাহর) যব্হ করেছি। পরে আমরা সেটি খেয়েছি।
في أكل لحوم الخيل
حديث أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رضي الله عنهما، قَالَتْ: نَحَرْنَا عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَسًا فَأَكَلْنَاهُ
حديث اسماء بنت ابي بكر رضي الله عنهما، قالت: نحرنا على عهد النبي صلى الله عليه وسلم، فرسا فاكلناه
সহীহুল বুখারী, পর্ব ৭২: যবহ ও শিকার, অধ্যায় ২৪ হাদীস নং ৫৫১১; মুসলিম পর্ব ৩৪: শিকার, যবহ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ৬, হাঃ ১৯৪২
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আসমা বিনতু আবূ বাকর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৩৪/ শিকার, যব্হ ও কোন প্রকার জন্তু খাওয়া যায় (كتاب الصيد والذبائح ما يؤكل من الحيوان)