পরিচ্ছেদঃ ১৬/২১. আযল এর বিধান।
৯১৫. জাবির (রাঃ) বর্ণিত হাদীস। তিনি বলেন, আমরা ’আযল করতাম, তখন কুরআন নাযিল হত।
حكم العزل
حديث جَابِرٍ رضي الله عنه، قَالَ: كُنَّا نَعْزِلُ وَالْقُرْآنُ يَنْزِلُ
حديث جابر رضي الله عنه، قال: كنا نعزل والقران ينزل
সহীহুল বুখারী, পর্ব ৬৭ : বিবাহ, অধ্যায় ৯৬, হাঃ ৫২০৮; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ২১, হাঃ ১৪৪০
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৬/ বিবাহ (كتاب النكاح)