পরিচ্ছেদঃ ৪১. হত্যাকারীর মীরাছ
৩১২২. আমর আল আব্দী হতে বর্ণিত, আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, হত্যাকারী ওয়ারিস হবে না।[1]
باب مِيرَاثِ الْقَاتِلِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا حَسَنٌ عَنْ لَيْثٍ عَنْ أَبِي عَمْرٍو الْعَبْدِيِّ عَنْ عَلِيٍّ قَالَ لَا يُوَرَّثُ الْقَاتِلُ
حدثنا ابو نعيم حدثنا حسن عن ليث عن ابي عمرو العبدي عن علي قال لا يورث القاتل
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ লাইছ ইবনু আবী সালীমের দুর্বলতার কারণে।
তাখরীজ : ইবনু আবী শাইবা ১১/৩৬০ নং ১১৪৪৫।
তাখরীজ : ইবনু আবী শাইবা ১১/৩৬০ নং ১১৪৪৫।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২১. উত্তরাধিকার অধ্যায় (كتاب الفرائض)