পরিচ্ছেদঃ ৪১. হত্যাকারীর মীরাছ
৩১২১. আমির হতে বর্ণিত, আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, হত্যাকারী ওয়ারিস হবে না এবং সে ’হুজব’ (তথা অন্য কাউকে বঞ্চিত) ও করবে না।[1]
باب مِيرَاثِ الْقَاتِلِ
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سَالِمٍ عَنْ عَامِرٍ عَنْ عَلِيٍّ قَالَ الْقَاتِلُ لَا يَرِثُ وَلَا يَحْجُبُ
حدثنا ابو النعمان حدثنا ابو عوانة عن محمد بن سالم عن عامر عن علي قال القاتل لا يرث ولا يحجب
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ মুহাম্মদ ইবনু সালিমের দুর্বলতার কারণে।
তাখরীজ : বাইহাকী, ফারাইয ৬/২২০।
তাখরীজ : বাইহাকী, ফারাইয ৬/২২০।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ শা‘বী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২১. উত্তরাধিকার অধ্যায় (كتاب الفرائض)