পরিচ্ছেদঃ ১৯. ইহরামরত ব্যক্তি ইহরাম অবস্থায় কোন কোন প্রাণী হত্যা করতে পারবে
১৮৫৫. সালিম হতে, তার পিতা (ইবনু উমার) হতে বর্ণিত হয়েছে।[1] এবং উরওয়াহ হতে, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে।[2]
بَاب مَا يَقْتُلُ الْمُحْرِمُ فِي إِحْرَامِهِ
أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ بَعْضُ أَصْحَابِنَا إِنَّ مَعْمَرًا كَانَ يَذْكُرُهُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ وَعَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
اخبرنا عبد الرزاق قال بعض اصحابنا ان معمرا كان يذكره عن الزهري عن سالم عن ابيه وعن عروة عن عاىشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم
[1]পূর্বের হাদীস গুলিতে আমাদের টীকাসমূহ দেখুন।
[2] তাহক্বীক্ব: ((মুহাক্বিক্ব এর কোনো হুকুম লাগাননি। –অনুবাদক))
তাখরীজ: আব্দুর রাযযাক নং ৮৩৭৪।
[2] তাহক্বীক্ব: ((মুহাক্বিক্ব এর কোনো হুকুম লাগাননি। –অনুবাদক))
তাখরীজ: আব্দুর রাযযাক নং ৮৩৭৪।
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ সালিম ইবনু ‘আবদুল্লাহ্ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
৫. হজ্জ অধ্যায় (كتاب المناسك)