পরিচ্ছেদঃ ১০৭. হায়িযগ্রস্ত স্ত্রীর সাথে মেলামেশা করা
১০৭৪. কোনো এক ব্যক্তি থেকে বর্ণিত, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা লোকদের উদ্দেশ্যে বলেন, রক্তের চিহ্ন (স্থান) হতে দূরে থাকো।[1]
بَاب مُبَاشَرَةِ الْحَائِضِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ جَلْدِ بْنِ أَيُّوبَ عَنْ رَجُلٍ عَنْ عَائِشَةَ قَالَتْ لِإِنْسَانٍ اجْتَنِبْ شِعَارَ الدَّمِ
اخبرنا محمد بن يوسف حدثنا سفيان عن جلد بن ايوب عن رجل عن عاىشة قالت لانسان اجتنب شعار الدم
[1] তাহক্বীক্ব: এর সনদ য়য়ীফ। কেননা, জিলদ ইবনু আইয়্যুব যয়ীফ এবং আয়িশা রা: হতে বর্ণনাকারী মাজহুল (অজ্ঞাত পরিচয়)।
তাখরীজ: দেখুন, আব্দুর রাযযাক নং ১২৪০, ১২৪১।
তাখরীজ: দেখুন, আব্দুর রাযযাক নং ১২৪০, ১২৪১।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)