পরিচ্ছেদঃ ৮০. ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই
১৫২০(২). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... ইবনে উমার (রাঃ) এর মুক্তদাস ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রাঃ) আমাকে ফজর (ওয়াক্ত) উদয় হওয়ার পর নামায পড়তে দেখে বলেন, হে ইয়াসার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আমাদের কাছে এলেন। তখন আমরা এই নামায পড়ছিলাম। তিনি বলেন, তোমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে পৌছে দেয়—তোমরা ফজরের (ওয়াক্ত হওয়ার) পর দুই রাত সুন্নাত ব্যতীত অন্য কোন নামায পড়ো না।
بَابُ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ السِّجِسْتَانِيُّ ، ثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ قُدَامَةَ بْنِ مُوسَى عَنْ أَيُّوبَ بْنِ حُصَيْنٍ عَنْ أَبِي عَلْقَمَةَ عَنْ يَسَارٍ مَوْلَى ابْنِ عُمَرَ قَالَ : رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي بَعْدَ طُلُوعِ الْفَجْرِ فَقَالَ : يَا يَسَارُ إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ فَقَالَ : " لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ لَا تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ