১৩২৬

পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা

১৩২৬(১০). ইয়াযদাদ ইবনে আবদুর রহমান (রহঃ) ... আবদুল মুহায়মিন ইবনে আব্বাস (রহঃ) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একবার সালাম ফিরাতে শুনেছেন, এর বেশী নয়।

بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ

حَدَّثَنَا يَزْدَادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ نَا عَتِيقُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً لَا يَزِيدُ عَلَيْهَا

حدثنا يزداد بن عبد الرحمن ، ثنا الزبير بن بكار نا عتيق بن يعقوب ، ثنا عبد المهيمن بن عباس عن ابيه عن جده انه سمع رسول الله - صلى الله عليه وسلم - يسلم تسليمة واحدة لا يزيد عليها

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)