পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৬১(১০)। আহমাদ ইবনে সালমান (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনে আমর (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীস বর্ণিত।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ ، نَا هِلَالُ بْنُ الْعَلَاءِ ، نَا أَبِي ، ح : وَحَدَّثَنَا أَحْمَدُ ، ثَنَا يَزِيدُ بْنُ جَهُورٍ ، ثَنَا أَبُو تَوْبَةَ ، قَالَا : نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو : بِهَذَا
حدثنا احمد بن سلمان ، نا هلال بن العلاء ، نا ابي ، ح : وحدثنا احمد ، ثنا يزيد بن جهور ، ثنا ابو توبة ، قالا : نا عبيد الله بن عمرو : بهذا
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ উবায়দুল্লাহ ইবনে আমর (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)