১২৫৪

পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে

১২৫৪(৩). দা’লাজ ইবনে আহমাদ (রহঃ) ... আলকামা ইবনে ওয়াইল (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকূ করতেন তখন তাঁর (হাতের) আঙ্গুলগুলো (পরস্পর থেকে) ফাঁক করে রাখতেন এবং যখন সিজদা করতেন তখন তার হাতের পাঁচটি আংগুল মিলিয়ে রাখতেন।

দা’লাজ (রহঃ) বলেন, আবু বাকর ইবনে খুযায়মা (রহঃ) মূসা ইবনে হারূন (রহঃ)-এর সূত্রে আমার নিকট হাদীস বর্ণনা করেছেন। তারপর আমি মূসা (রহঃ)-এর সাথে সাক্ষাৎ করলে তিনি আমার নিকট এই হাদীস বর্ণনা করেন।

بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ

حَدَّثَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، ثَنَا مُوسَى بْنُ هَارُونَ ، ثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ اللَّهِ بِهَمَذَانَ ، ثَنَا هُشَيْمٌ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا رَكَعَ ، فَرَّجَ أَصَابِعَهُ ، وَإِذَا سَجَدَ ، ضَمَّ أَصَابِعَهُ الْخَمْسَ ، قَالَ دَعْلَجٌ : حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خُزَيْمَةَ ، ثَنَا مُوسَى بْنُ هَارُونَ ، ثُمَّ لَقِيتُ مُوسَى ، فَحَدَّثَنِي بِهِ

حدثنا دعلج بن احمد ، ثنا موسى بن هارون ، ثنا الحارث بن عبد الله بهمذان ، ثنا هشيم ، عن عاصم بن كليب ، عن علقمة بن واىل ، عن ابيه ، قال : كان رسول الله - صلى الله عليه وسلم - اذا ركع ، فرج اصابعه ، واذا سجد ، ضم اصابعه الخمس ، قال دعلج : حدثنا ابو بكر بن خزيمة ، ثنا موسى بن هارون ، ثم لقيت موسى ، فحدثني به

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)