১০৯২

পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা

১০৯২(১১). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন, যখন রুকূ করতেন, রুকূ থেকে তাঁর মাথা উত্তোলন করতেন এবং যখন সিজদা করতেন তখন তাঁর হস্তদ্বয় উপরে উত্তোলন করতেন।

এই হাদীস হুমায়েদ (রহঃ) থেকে আবদুল ওয়াহহাব (রহঃ) ব্যতীত অপর কেউ মারফুরূপে বর্ণনা করেননি। যথার্থ কথা হলো, এটা ছিল আনাস (রাঃ)-র ব্যক্তিগত আমল।

بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ

حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا بُنْدَارٌ - فِيمَا سَأَلْنَاهُ عَنْهُ - ثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ، ثَنَا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَرْفَعُ يَدَيْهِ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ ، وَإِذَا رَكَعَ ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ ، وَإِذَا سَجَدَ " . لَمْ يَرْوِهِ عَنْ حُمَيْدٍ مَرْفُوعًا غَيْرُ عَبْدِ الْوَهَّابِ ، وَالصَّوَابُ مِنْ فِعْلِ أَنَسٍ

حدثنا ابو محمد بن صاعد ، ثنا بندار - فيما سالناه عنه - ثنا عبد الوهاب الثقفي ، ثنا حميد ، عن انس ، قال : " كان رسول الله - صلى الله عليه وسلم - يرفع يديه اذا دخل في الصلاة ، واذا ركع ، واذا رفع راسه من الركوع ، واذا سجد " . لم يروه عن حميد مرفوعا غير عبد الوهاب ، والصواب من فعل انس

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)