১০৭০

পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা

১০৭০(৪). ইবনুস সুকায়ন (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবীদেরকে নির্দেশ দেয়া হয়েছে, আমরা যেন দেরীতে (সুবহে সাদেকের পূর্বে) সাহরী খাই, দ্রুত (সূর্য অস্ত যাওয়ার পরপর) ইফতার করি এবং নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) বাঁ হাতের উপর ডান হাত রাখি।

بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السُّكَيْنِ ، نَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ ، نَا مَخْلَدُ بْنُ يَزِيدَ ، نَا طَلْحَةُ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِنَّا - مَعَاشِرَ الْأَنْبِيَاءِ - أُمِرْنَا أَنْ نُؤَخِّرَ السُّحُورَ ، وَنُعَجِّلَ الْإِفْطَارَ ، وَأَنْ نَمْسِكَ بِأَيْمَانِنَا عَلَى شَمَائِلِنَا فِي الصَّلَاةِ

حدثنا احمد بن عيسى بن السكين ، نا عبد الحميد بن محمد ، نا مخلد بن يزيد ، نا طلحة ، عن عطاء ، عن ابن عباس ، عن النبي - صلى الله عليه وسلم - قال : " انا - معاشر الانبياء - امرنا ان نوخر السحور ، ونعجل الافطار ، وان نمسك بايماننا على شماىلنا في الصلاة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)