১০০৪

পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি

১০০৪(২১). ইবনুস সাওয়াফ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামায ফরয করা হলে পর জিবরীল (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন এবং তাঁকে নিয়ে যুহরের নামায পড়লেন। রাবী নামাযের ওয়াক্তসমূহের বর্ণনা দিলেন এবং বললেন, সূর্য অস্ত গেলে তিনি তাঁকে নিয়ে মাগরিবের নামায পড়লেন। তিনি দ্বিতীয় দিন সম্পর্কে বলেন, সূর্য অস্ত গেলে তিনি তাঁকে নিয়ে মাগরিবের নামায পড়েন।

بَابُ إِمَامَةِ جِبْرِيلَ

نَا ابْنُ الصَّوَّافِ ، نَا الْحَسَنُ بْنُ فَهْدِ بْنِ حَمَّادٍ الْبَزَّازُ ، نَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ سَجَّادَةُ ، نَا ابْنُ عُلَيَّةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " لَمَّا فُرِضَتِ الصَّلَاةُ نَزَلَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَصَلَّى بِهِ الظُّهْرَ .... " وَذَكَرَ الْمَوَاقِيتَ ، وَقَالَ : " فَصَلَّى بِهِ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ " . وَقَالَ فِي الْيَوْمِ الثَّانِي : " فَصَلَّى بِهِ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ

نا ابن الصواف ، نا الحسن بن فهد بن حماد البزاز ، نا الحسن بن حماد سجادة ، نا ابن علية ، عن محمد بن اسحاق ، عن عتبة بن مسلم ، عن نافع ، عن ابن عمر ، قال : " لما فرضت الصلاة نزل جبريل - عليه السلام - على النبي - صلى الله عليه وسلم - فصلى به الظهر .... " وذكر المواقيت ، وقال : " فصلى به المغرب حين غابت الشمس " . وقال في اليوم الثاني : " فصلى به المغرب حين غابت الشمس

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)