৯৩৮

পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ

৯৩৮(৫৬). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিস করতে ইচ্ছা করেন, কিন্তু তার কোনটিই করেননি। রাবী বলেন, আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) স্বপ্নে আযান দেখেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে তা অবহিত করেন। তিনি বলেন, তুমি এটা (আযান) বিলালকে শিক্ষা দাও। অতএব তিনি তা বিলাল (রাঃ)-কে শিক্ষা দিলেন। আর বিলাল (রাঃ) আযান দেন। আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি এটা স্বপ্নে দেখেছি এবং আমারই আযান দেয়ার ইচ্ছা ছিল। তিনি বলেনঃ তাহলে তুমি ইকামত দাও।

بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ، ثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ، قَالَ : أَرَادَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَشْيَاءَ لَمْ يَصْنَعْ مِنْهَا شَيْئًا . قَالَ : فَأُرِيَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الْأَذَانَ فِي الْمَنَامِ ، فَأَتَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَأَخْبَرَهُ ، فَقَالَ : " أَلْقِهِ عَلَى بِلَالٍ " ، فَأَلْقَاهُ عَلَى بِلَالٍ ، فَأَذَّنَ بِلَالٌ . قَالَ عَبْدُ اللَّهِ : أَنَا رَأَيْتُهُ ، وَأَنَا كُنْتُ أُرِيدُهُ . قَالَ : " فَأَقِمْ أَنْتَ

حدثنا محمد بن يحيى بن مرداس ، حدثنا ابو داود ، حدثنا عثمان بن ابي شيبة ، ثنا حماد بن خالد ، ثنا محمد بن عمرو ، عن محمد بن عبد الله ، عن عمه عبد الله بن زيد ، قال : اراد النبي - صلى الله عليه وسلم - اشياء لم يصنع منها شيىا . قال : فاري عبد الله بن زيد الاذان في المنام ، فاتى النبي - صلى الله عليه وسلم - فاخبره ، فقال : " القه على بلال " ، فالقاه على بلال ، فاذن بلال . قال عبد الله : انا رايته ، وانا كنت اريده . قال : " فاقم انت

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)