৯৩৬

পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ

৯৩৬(৫৪). উসমান ইবনে আহমাদ (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) আযান দিলেন। তিনি আনাস (রাঃ)-এর উল্লেখ করেননি এবং এই হাদীস মুরসাল হওয়াই অধিকতর সহীহ।

بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ ، ثَنَا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، ثَنَا سَعِيدٌ ، عَنْ قَتَادَةَ : " أَنَّ بِلَالًا أَذَّنَ .... " . وَلَمْ يَذْكُرْ أَنَسًا ، وَالْمُرْسَلُ أَصَحُّ

حدثنا عثمان بن احمد ، ثنا يحيى بن ابي طالب ، ثنا عبد الوهاب ، ثنا سعيد ، عن قتادة : " ان بلالا اذن .... " . ولم يذكر انسا ، والمرسل اصح

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ কাতাদাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)