৭১২

পরিচ্ছেদঃ ৬৪. আহত ব্যক্তির ক্ষত স্থানে পট্টি বাঁধা এবং পানি ব্যবহার করার সামর্থ্য থাকা সত্ত্বেও তার জন্য তাইয়াম্মুম করা জায়েয

৭১২(১০). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আল-আওযায়ী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আতা ইবনে আবু রাবাহ-ইবনে আব্বাস (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবহিত করেন ... আল-ওয়ালীদ ইবনে মাযয়াদ (রহঃ)-এর উক্তির অনুরূপ। ইসমাঈল ইবনে ইয়াযীদ ইবনে সিমাআ ও মুহাম্মাদ ইবনে শু’আইব (রহঃ) তাদের উভয়ের অনুকরণ করেছেন।

بَابُ جَوَازِ التَّيَمُّمِ لِصَاحِبِ الْجِرَاحِ مَعَ اسْتِعْمَالِ الْمَاءِ ، وَتَعْصِيبِ الْجُرْحِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُسْلِمٍ ، نَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ ، نَا الْأَوْزَاعِيُّ ، قَالَ : بَلَغَنِي أَنَّ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ سَمِعَ ابْنَ عَبَّاسٍ يُخْبِرُ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ..... نَحْوَ قَوْلِ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ . وَتَابَعَهُمَا إِسْمَاعِيلُ بْنُ يَزِيدَ بْنِ سَمَاعَةَ ، وَمُحَمَّدُ بْنُ شُعَيْبٍ

حدثنا الحسين بن اسماعيل ، حدثنا عبد الله بن ابي مسلم ، نا يحيى بن عبد الله ، نا الاوزاعي ، قال : بلغني ان عطاء بن ابي رباح سمع ابن عباس يخبر ، عن النبي - صلى الله عليه وسلم - ..... نحو قول الوليد بن مزيد . وتابعهما اسماعيل بن يزيد بن سماعة ، ومحمد بن شعيب

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আওযায়ী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)