৬১৯

পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ

৬১৯(৪৩). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক অন্ধ ব্যক্তি এলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাযরত ছিলেন। লোকটি হোঁচট খেয়ে কূপের মধ্যে পড়ে গেলে লোকজন হেসে দিলো। যারা (নামাযের মধ্যে) হেসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুনরায় উযু করে নামায পড়ার নির্দেশ দিলেন।

بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا عَلِيُّ بْنُ حَرْبٍ ، نَا أَبُو مُعَاوِيَةَ ، ثَنَا الْأَعْمَشُ ، عَنْ إِبْرَاهِيمَ ، قَالَ : " جَاءَ رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ ، وَالنَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الصَّلَاةِ ، فَعَثَرَ فَتَرَدَّى فِي بِئْرٍ فَضَحِكُوا ؛ فَأَمَرَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَنْ ضَحِكَ أَنْ يُعِيدَ الْوُضُوءَ وَالصَّلَاةَ

حدثنا ابو بكر النيسابوري ، نا علي بن حرب ، نا ابو معاوية ، ثنا الاعمش ، عن ابراهيم ، قال : " جاء رجل ضرير البصر ، والنبي - صلى الله عليه وسلم - في الصلاة ، فعثر فتردى في بىر فضحكوا ؛ فامر النبي - صلى الله عليه وسلم - من ضحك ان يعيد الوضوء والصلاة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)