পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ
৬১৬(৪০). উছমান ইবনে মুহাম্মাদ ইবনে বিশ্র (রহঃ) ... আবুল আলিয়া (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে কতক লোক (নামাযের মধ্যে) হাসলো। তিনি বললেনঃ যে ব্যক্তি হেসেছে সে যেন পুনরায় উযু করে এবং নামায পড়ে।
بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ بِشْرٍ ، نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، نَا أَبُو الْأَحْوَصِ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ أَبِي هَاشِمٍ ، عَنْ أَبِي الْعَالِيَةِ ، قَالَ : ضَحِكَ نَاسٌ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : " مَنْ ضَحِكَ فَلْيُعِدِ الْوُضُوءَ وَالصَّلَاةَ
حدثنا عثمان بن محمد بن بشر ، نا ابراهيم الحربي ، نا عبد الله بن صالح ، نا ابو الاحوص ، عن منصور ، عن ابي هاشم ، عن ابي العالية ، قال : ضحك ناس خلف رسول الله - صلى الله عليه وسلم - فقال : " من ضحك فليعد الوضوء والصلاة
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবুল আলীয়া (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)