৫৫৯

পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে

৫৫৯(২৯). আহমাদ ইবনে ঈসা ইবনে আলী আল-খাওয়াস (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (শরীর থেকে) এক ফোটা বা দুই ফোটা রক্ত বের হলে তাতে উযু নষ্ট হয় না, যাবত রক্ত প্রবাহিত না হয়।

মুহাম্মাদ ইবনুল ফাদল ইবনে আতিয়্যা হাদীসশাস্ত্রে দুর্বল। সুফিয়ান ইবনে যিয়াদ ও হাজ্জাজ ইবনে নুসায়ের উভয়ে হাদীসশাস্ত্রে দুর্বল।

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ

نَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ عَلِيٍّ الْخَوَّاصُ ، نَا سُفْيَانُ بْنُ زِيَادٍ أَبُو سَهْلٍ ، نَا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ ، نَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ بْنِ عَطِيَّةَ ، حَدَّثَنِي أَبِي ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَيْسَ فِي الْقَطْرَةِ وَالْقَطْرَتَيْنِ مِنَ الدَّمِ وُضُوءٌ حَتَّى يَكُونَ دَمًا سَائِلًا " ، مُحَمَّدُ بْنُ الْفَضْلِ بْنِ عَطِيَّةَ ضَعِيفٌ ، وَسُفْيَانُ بْنُ زِيَادٍ وَحَجَّاجُ بْنُ نُصَيْرٍ ضَعِيفَانِ

نا احمد بن عيسى بن علي الخواص ، نا سفيان بن زياد ابو سهل ، نا حجاج بن نصير ، نا محمد بن الفضل بن عطية ، حدثني ابي ، عن ميمون بن مهران ، عن ابي هريرة ، عن رسول الله - صلى الله عليه وسلم - قال : " ليس في القطرة والقطرتين من الدم وضوء حتى يكون دما ساىلا " ، محمد بن الفضل بن عطية ضعيف ، وسفيان بن زياد وحجاج بن نصير ضعيفان

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)