৫৫৫

পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে

৫৫৫(২৫)। আল-হাসান ইবনুল খিদ্‌র (রহঃ) ... ইবনে আব্বাস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাক দিয়ে রক্ত বের হলে তিনি পুনরায় উযু করে পূর্বোক্ত নামাযের অবশিষ্টটুকু পূর্ণ করতেন।

উমার ইবনে রিয়াহ পরিত্যক্ত রাবী।

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ يُونُسَ ، ثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى ، نَا عُمَرُ بْنُ رِيَاحٍ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا رَعَفَ فِي صَلَاتِهِ ، تَوَضَّأَ ثُمَّ بَنَى عَلَى مَا بَقِيَ مِنْ صَلَاتِهِ " . عُمَرُ بْنُ رِيَاحٍ مَتْرُوكٌ

حدثنا الحسن بن الخضر ، نا اسحاق بن ابراهيم بن يونس ، ثنا عمران بن موسى ، نا عمر بن رياح ، نا عبد الله بن طاوس ، عن ابيه ، عن ابن عباس ، قال : " كان رسول الله - صلى الله عليه وسلم - اذا رعف في صلاته ، توضا ثم بنى على ما بقي من صلاته " . عمر بن رياح متروك

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)