৫৩২

পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে

৫৩২(২). আবু সাহল ইবনে যিয়াদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমোণ করালেন, অতঃপর নামায পড়লেন, কিন্তু উযু করেননি এবং রক্তমোক্ষণের স্থান ধৌত করার অতিরিক্তও কিছু করেননি।

ইবনে আবুল ইশরীন (রহঃ) এই হাদীস মারফুরূপে এবং আবু মুগীরা (রহঃ) আল-আওযাঈর সূত্রে মাওকুফরূপে বর্ণনা করেছেন এবং এই শেষোক্ত সূত্রই যথার্থ।

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ

حَدَّثَنَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، نَا صَالِحُ بْنُ مُقَاتِلٍ ، ثَنَا أَبِي ، ثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو أَيُّوبَ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ : " أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - احْتَجَمَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ، وَلَمْ يَزِدْ عَلَى غَسْلِ مَحَاجِمِهِ " . حَدِيثٌ رَفَعَهُ ابْنُ أَبِي الْعِشْرِينَ ، وَوَقَفَهُ أَبُو الْمُغِيرَةِ ، عَنِ الْأَوْزَاعِيِّ ، وَهُوَ الصَّوَابُ

حدثنا ابو سهل بن زياد ، نا صالح بن مقاتل ، ثنا ابي ، ثنا سليمان بن داود ابو ايوب ، عن حميد ، عن انس : " ان النبي - صلى الله عليه وسلم - احتجم فصلى ولم يتوضا ، ولم يزد على غسل محاجمه " . حديث رفعه ابن ابي العشرين ، ووقفه ابو المغيرة ، عن الاوزاعي ، وهو الصواب

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)