৩৬১

পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত

৩৬১(৪৭). উপরোক্ত হাদীস আয়েশা (রাঃ) থেকেও বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আমরাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে উভয় কান সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, উভয় কান মাথার অংশ। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার সময় তার উভয় কানের ভেতর ও বহির্ভাগ মসেহ করতেন। আবু হুযায়ফা আল-ইয়ামান (রহঃ) দুর্বল রাবী।

بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ

وَرُوِيَ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، نَا طَالُوتُ بْنُ عَبَّادٍ ، نَا الْيَمَانُ أَبُو حُذَيْفَةَ ، عَنْ عَمْرَةَ قَالَتْ : سَأَلْتُ عَائِشَةَ ، عَنِ الْأُذُنَيْنِ ، فَقَالَتْ : مِنَ الرَّأْسِ ، وَقَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَمْسَحُ أُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا إِذَا تَوَضَّأَ . الْيَمَانُ ضَعِيفٌ

وروي ، عن عاىشة رضي الله عنها ، حدثنا عبد الله بن محمد بن عبد العزيز ، نا طالوت بن عباد ، نا اليمان ابو حذيفة ، عن عمرة قالت : سالت عاىشة ، عن الاذنين ، فقالت : من الراس ، وقالت : كان رسول الله - صلى الله عليه وسلم - يمسح اذنيه ظاهرهما وباطنهما اذا توضا . اليمان ضعيف

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)