পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত
৩৫৩(৩৯). আবু বাক্র আশ-শাফিঈ (রহঃ) ... আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আবু উমামা (রাঃ) বলেন, উভয় কান মাথার অংশ। এটি তাঁদের মধ্যে কার বক্তব্য তাতে সন্দেহ আছে।
بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ ، نَا حَمَّادٌ ، عَنْ سِنَانٍ ، عَنْ شَهْرٍ ، عَنْ أَبِي أُمَامَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَوْ ، عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : " الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ " . بِالشَّكِّ
حدثنا ابو بكر الشافعي ، نا محمد بن شاذان ، نا معلى بن منصور ، نا حماد ، عن سنان ، عن شهر ، عن ابي امامة ، عن النبي - صلى الله عليه وسلم - او ، عن ابي امامة ، قال : " الاذنان من الراس " . بالشك
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ উমামাহ্ বাহিলী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)