২৬১

পরিচ্ছেদঃ ২৭. রাসূলুল্লাহ (ﷺ) এর উযুর বর্ণনা

২৬১(৯). ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহী (রাঃ) থেকে বর্ণিত, যাকে স্বপ্নযোগে আযানের শব্দমালা দেখানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। অতএব তিনি তাঁর মুখমণ্ডল তিনবার, হাত দু’খানা দুইবার ও পা দু’খানা দুইবার করে ধৌত করেন। ইবনে উয়ায়না (রহঃ) এভাবে বলেছেন। তিনি আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসেম আল-মাযেনী, আর যাকে স্বপ্নযোগে আযান দেখানো হয়েছিল, ইনি সেই ব্যক্তি নন।

بَابُ وُضُوءِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

نَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ ، نَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ ، نَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ الَّذِي أُرِيَ النِّدَاءَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ، وَيَدَيْهِ مَرَّتَيْنِ ، وَرِجْلَيْهِ مَرَّتَيْنِ ؛ كَذَا قَالَ ابْنُ عُيَيْنَةَ : وَإِنَّمَا هُوَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيُّ ، وَلَيْسَ هُوَ الَّذِي أُرِيَ النِّدَاءَ

نا ابراهيم بن حماد ، نا العباس بن يزيد ، نا سفيان بن عيينة ، عن عمرو بن يحيى بن عمارة ، عن ابيه ، عن عبد الله بن زيد بن عبد ربه الذي اري النداء ان رسول الله - صلى الله عليه وسلم - توضا فغسل وجهه ثلاثا ، ويديه مرتين ، ورجليه مرتين ؛ كذا قال ابن عيينة : وانما هو عبد الله بن زيد بن عاصم المازني ، وليس هو الذي اري النداء

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)