পরিচ্ছেদঃ ২৬. বিসমিল্লাহ বলে উযু আরম্ভ করতে উৎসাহ প্রদান
২৫২(২). আহমাদ ইবনে কামেল (রহঃ) ... মুহাম্মাদ ইবনে মূসা আল-মাখযূমী (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ الْحَثِّ عَلَى التَّسْمِيَةِ ابْتِدَاءَ الطَّهَارَةِ
نَا أَحْمَدُ بْنُ كَامِلٍ ، نَا مُوسَى بْنُ هَارُونَ ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، نَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْمَخْزُومِيُّ ، بِإِسْنَادِهِ مِثْلَهُ
نا احمد بن كامل ، نا موسى بن هارون ، ثنا قتيبة بن سعيد ، نا محمد بن موسى المخزومي ، باسناده مثله
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ মুহাম্মাদ ইবনে মূসা আল-মাখযূমী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)