২৪০

পরিচ্ছেদঃ ২৫. নাবীয দ্বারা উযু করা

২৪০(১১). আবুল হুসাইন ইবনে কানে’ (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি জিনদের সাক্ষাতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওয়ানা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেনঃ হে ইবনে মাসউদ! তোমার সাথে কি পানি আছে? তিনি বলেন, আমার নিকট একটি পাত্রে নবীয আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি আমাকে তা থেকে কিছু নবীয ঢেলে দাও। অতএব তিনি (তা দিয়ে) উযু করলেন। এবং বলেনঃ এটি শরবত এবং পরিচ্ছন্ন।

হাদীসটি ইবনে লাহীয়া এককভাবে বর্ণনা করেন এবং তিনি হাদীস শাস্ত্রে দুর্বল।

بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ

نَا أَبُو الْحُسَيْنِ بْنُ قَانِعٍ ، نَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ ، نَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى ، نَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الْحِمْصِيُّ ، نَا ابْنُ لَهِيعَةَ ، عَنْ قَيْسِ بْنِ الْحَجَّاجِ ، عَنْ حَنَشٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ ابْنِ مَسْعُودٍ ؛ أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَيْلَةَ الْجِنِّ ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَمَعَكَ مَاءٌ يَا ابْنَ مَسْعُودٍ ؟ " . فَقَالَ مَعِي نَبِيذٌ فِي إِدَاوَةٍ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " صُبَّ عَلَيَّ مِنْهُ " . فَتَوَضَّأَ ، وَقَالَ : " هُوَ شَرَابٌ وَطَهُورٌ " . تَفَرَّدَ بِهِ ابْنُ لَهِيعَةَ ، وَهُوَ ضَعِيفُ الْحَدِيثِ

نا ابو الحسين بن قانع ، نا الحسن بن اسحاق ، نا محمد بن المصفى ، نا عثمان بن سعيد الحمصي ، نا ابن لهيعة ، عن قيس بن الحجاج ، عن حنش ، عن ابن عباس ، عن ابن مسعود ؛ انه خرج مع النبي - صلى الله عليه وسلم - ليلة الجن ، فقال له رسول الله - صلى الله عليه وسلم - : " امعك ماء يا ابن مسعود ؟ " . فقال معي نبيذ في اداوة . فقال رسول الله - صلى الله عليه وسلم - : " صب علي منه " . فتوضا ، وقال : " هو شراب وطهور " . تفرد به ابن لهيعة ، وهو ضعيف الحديث

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)