পরিচ্ছেদঃ ২৫. নাবীয দ্বারা উযু করা
২৩৩(৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ আল-আত্তার (রহঃ) ... ইকরিমা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি নবীয ব্যতীত পানি পায়নি সে দিয়ে উযু করতে পারে। আল-আওযাঈ (রহঃ) বলেন, তাতে মাদকতা এসে গেলে তা দিয়ে উযু করা যাবে না। আবদুল্লাহ ইবনে আহমাদ (রহঃ) বলেন, আমার পিতা বলেছেন, যে কোন জিনিসের মধ্য থেকে পানির বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে গেলে তা দিয়ে উযু করা আমার মতে পছন্দনীয় নয়। আর আমার মতে নবীয দ্বারা উযু করার পরিবর্তে তায়াম্মুম করাই উত্তম।
بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ
ثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ الْعَطَّارُ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ ، نَا أَبِي ، نَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، نَا الْأَوْزَاعِيُّ ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ، عَنْ عِكْرِمَةَ ، قَالَ : النَّبِيذُ وَضُوءٌ إِذَا لَمْ يَجِدْ غَيْرَهُ ، قَالَ : الْأَوْزَاعِيُّ إِنْ كَانَ مُسْكِرًا فَلَا يَتَوَضَّأُ بِهِ ، قَالَ : عَبْدُ اللَّهِ ، قَالَ أَبِي : كُلُّ شَيْءٍ تَحَوَّلَ عَنِ اسْمِ الْمَاءِ لَا يُعْجِبُنِي أَنْ يُتَوَضَّأَ بِهِ ، وَيَتَيَمَّمُ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَتَوَضَّأَ بِالنَّبِيذِ