২১৭

পরিচ্ছেদঃ ২৪. উযুর প্রারম্ভে বিসমিল্লাহ বলা

২১৭(১)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ উযুর পানি তালাশ করলেন, কিন্তু পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এখানে কি পানি আছে? তার নিকট পানি আনা হলো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পানির পাত্রটিতে হাত রাখতে দেখলাম, অতঃপর তিনি বলেনঃ তোমরা বিসমিল্লাহ বলে উযু করো। আমি দেখলাম, তার আঙ্গুলগুলোর মাঝখান দিয়ে পানির ফোয়ারা ছুটছে এবং লোকজন উযু করছে। শেষ পর্যন্ত তাদের সর্বশেষ ব্যক্তিও উযু করলো। ছাবেত (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ)-কে বললাম, অপনার দৃষ্টিতে তারা কতজন ছিলেন? তিনি বলেন, প্রায় সত্তরজন।

بَابُ التَّسْمِيَةِ عَلَى الْوُضُوءِ

نَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ وَإِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، قَالَا : نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، نَا مَعْمَرٌ ، عَنْ ثَابِتٍ وَقَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : نَظَرَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَضُوءًا فَلَمْ يَجِدُوا ، فَقَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " هَاهُنَا مَاءٌ " . فَأُتِيَ بِهِ ، فَرَأَيْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَضَعَ يَدَهُ فِي الْإِنَاءِ الَّذِي فِيهِ الْمَاءُ ، ثُمَّ قَالَ : " تَوَضَّئُوا بِسْمِ اللَّهِ " . فَرَأَيْتُ الْمَاءَ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ وَالْقَوْمُ يَتَوَضَّئُونَ ، حَتَّى فَرَغُوا مِنْ آخِرِهِمْ . قَالَ ثَابِتٌ : قُلْتُ لِأَنَسٍ : كَمْ تَرَاهُمْ كَانُوا ؟ قَالَ : نَحْوًا مِنْ سَبْعِينَ رَجُلًا

نا محمد بن مخلد واسماعيل بن محمد الصفار ، قالا : نا احمد بن منصور ، نا عبد الرزاق ، نا معمر ، عن ثابت وقتادة ، عن انس ، قال : نظر اصحاب رسول الله - صلى الله عليه وسلم - وضوءا فلم يجدوا ، فقال النبي - صلى الله عليه وسلم - : " هاهنا ماء " . فاتي به ، فرايت النبي - صلى الله عليه وسلم - وضع يده في الاناء الذي فيه الماء ، ثم قال : " توضىوا بسم الله " . فرايت الماء يفور من بين اصابعه والقوم يتوضىون ، حتى فرغوا من اخرهم . قال ثابت : قلت لانس : كم تراهم كانوا ؟ قال : نحوا من سبعين رجلا

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)