পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা
৯৫(২). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আমর ইবনুর রবী ইবনে তারেক (রহঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আকীলের হাদীসে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি, প্রক্রিয়াজাতকারী ঔষধি ও প্রক্রিয়াজাত করার মধ্যে কি পবিত্রতা নেই?
بَابُ الدِّبَاغِ
ثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، نَا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ ، بِهَذَا الْإِسْنَادِ ، مِثْلَهُ . وَقَالَ : زَادَ عُقَيْلٌ فِي حَدِيثِهِ : فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَلَيْسَ فِي الْمَاءِ وَالْقَرَظِ مَا يُطَهِّرُهَا وَالدِّبَاغِ
ثنا يحيى بن محمد بن صاعد ، ثنا محمد بن اسحاق ، نا عمرو بن الربيع بن طارق ، بهذا الاسناد ، مثله . وقال : زاد عقيل في حديثه : فقال رسول الله - صلى الله عليه وسلم - : " اليس في الماء والقرظ ما يطهرها والدباغ
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আমর ইবনুর রবী ইবনে তারেক (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)