পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৪২৪২-[৮৪] নুবায়শাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন পাত্রে খায় এবং পরে তা চেটে নেয়, তখন পাত্রটি তাকে (লক্ষ্য করে) বলে, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন হতে মুক্ত রাখুন, যেমন তুমি আমাকে শয়তান হতে মুক্ত রেখেছ। (রযীন)[1]
الْفَصْلُ الثَّالِثُ
وَعَن نُبَيْشَة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ ثُمَّ لَحِسَهَا تَقُولُ لَهُ الْقَصْعَةُ: أَعْتَقَكَ اللَّهُ مِنَ النَّارِ كَمَا أعتقتَني منَ الشيطانِ . رَوَاهُ رزين
وعن نبيشة قال: قال رسول الله صلى الله عليه وسلم: من اكل في قصعة ثم لحسها تقول له القصعة: اعتقك الله من النار كما اعتقتني من الشيطان . رواه رزين
[1] সহীহ : দারিমী ২০২৭, তাহক্বীক হুসায়ন সুলায়ম আসাদ। হাদীসটি অন্য শব্দেও বর্ণিত হয়েছে, সেখানে আছে استغفرت له الفصعة তবে এ শব্দে হাদীসটি য‘ঈফ। দেখুন- তিরমিযী ১৮০৪, ইবনু মাজাহ ৩২৭১, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৫৪৭৮, তাহক্বীক মুসনাদে আহমাদ- শু‘আয়ব আরনাউত্বব : ২০৭৪৩।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ নুবায়শাহ্ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব ২১: খাদ্য (كتاب الأطعمة)