পরিচ্ছেদঃ ১৬. অনাবাদী জমির আবাদ - যে ব্যক্তি পরিত্যক্ত মালিকবিহীন জমি আবাদ করবে ঐ জমির হাক্কদার সেই ব্যক্তি হবে
৯১৫। উরওয়াহ হতে বর্ণিত, তিনি ’আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিত্যক্ত মালিকহীন জমি আবাদ করবে। ঐ জমির হকদার সে ব্যক্তিই হবে। উরওয়াহ বলেছেন, এরূপ ফয়সালাহ ’উমার (রাঃ) তাঁর খিলাফত আমলে করেছেন।[1]
عَنْ عُرْوَةَ, عَنْ عَائِشَةَ -رَضِيَ اللَّهُ عَنْهَا-; أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «مَنْ عَمَّرَ أَرْضًا لَيْسَتْ لِأَحَدٍ, فَهُوَ أَحَقُّ بِهَا». قَالَ عُرْوَةُ: وَقَضَى بِهِ عُمَرُ فِي خِلَافَتِهِ. رَوَاهُ الْبُخَارِيُّ
-
صحيح. رواه البخاري (2335) وليس عند البخاري لفظ: بها
عن عروة, عن عاىشة -رضي الله عنها-; ان النبي - صلى الله عليه وسلم - قال: «من عمر ارضا ليست لاحد, فهو احق بها». قال عروة: وقضى به عمر في خلافته. رواه البخاري
-
صحيح. رواه البخاري (2335) وليس عند البخاري لفظ: بها
[1] বুখারী ২৩৩৫, আহমাদ ২৪৩৬২।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উরওয়াহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৭ঃ ক্ৰয়-বিক্রয়ের বিধান (كتاب البيوع)