পরিচ্ছেদঃ পানাহারের আদব-কায়দা
পানাহারের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আল-হামদু লিল্লাহ বলা
(৩০৮৬) উমার ইবনে আবূ সালামাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, (একদা খাবার সময়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, (শুরুতে) ’বিসমিল্লাহ’ বল, ডান হাত দ্বারা আহার কর এবং তোমার নিকট (সামনে) থেকে খাও।
وَعَن عُمَرَ بنِ أبي سَلَمَةَ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : قَالَ لِي رَسُوْلُ اللهِ ﷺ سَمِّ اللهَ وَكُلْ بِيَمِينكَ وَكُلْ مِمَّا يَلِيكَ متفقٌ عَلَيْهِ
وعن عمر بن ابي سلمة رضي الله عنهما قال : قال لي رسول الله ﷺ سم الله وكل بيمينك وكل مما يليك متفق عليه
(বুখারী ৫৩৭৬, মুসলিম ৫৩৮৮)