হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩০৮৬
পরিচ্ছেদঃ পানাহারের আদব-কায়দা
পানাহারের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আল-হামদু লিল্লাহ বলা
(৩০৮৬) উমার ইবনে আবূ সালামাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, (একদা খাবার সময়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, (শুরুতে) ’বিসমিল্লাহ’ বল, ডান হাত দ্বারা আহার কর এবং তোমার নিকট (সামনে) থেকে খাও।
(বুখারী ৫৩৭৬, মুসলিম ৫৩৮৮)
وَعَن عُمَرَ بنِ أبي سَلَمَةَ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : قَالَ لِي رَسُوْلُ اللهِ ﷺ سَمِّ اللهَ وَكُلْ بِيَمِينكَ وَكُلْ مِمَّا يَلِيكَ متفقٌ عَلَيْهِ