পরিচ্ছেদঃ আয়েশা (রাঃ) এর মাহাত্ম্য
(২৮৬৭) একদা আমর বিন আস (রাঃ) তাঁকে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) জিজ্ঞাসা করলেন, ’লোকেদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয়তম কে?’
উত্তরে তিনি বললেন, ’আয়েশা।’
-পুরুষদের মধ্যে কে?
তিনি বললেন, ’তার আব্বা।’
-তারপর কে?
তিনি বললেন, ’উমার বিন খাত্ত্বাব।’
অতঃপর আরো কিছু লোকের নাম নিলেন।
عَنْ عَمْرٍو بْنِ الْعَاصِ قَالَ قُلْتُ لِرَسُوْلِ اللهِ ﷺ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ عَائِشَةَ قُلْتُ مِنْ الرِّجَالِ قَالَ أَبُوهَا قُلْتُ ثُمَّ مَنْ؟ قَالَ عُمَرُ فَعَدَّ رِجَالًا
عن عمرو بن العاص قال قلت لرسول الله ﷺ اي الناس احب اليك؟ قال عاىشة قلت من الرجال قال ابوها قلت ثم من؟ قال عمر فعد رجالا
(বুখারী ৪৩৫৮, মুসলিম ৬৩২৮)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল