২৮৬৭

পরিচ্ছেদঃ আয়েশা (রাঃ) এর মাহাত্ম্য

(২৮৬৭) একদা আমর বিন আস (রাঃ) তাঁকে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) জিজ্ঞাসা করলেন, ’লোকেদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয়তম কে?’

উত্তরে তিনি বললেন, ’আয়েশা।’

-পুরুষদের মধ্যে কে?

তিনি বললেন, ’তার আব্বা।’

-তারপর কে?

তিনি বললেন, ’উমার বিন খাত্ত্বাব।’

অতঃপর আরো কিছু লোকের নাম নিলেন।

عَنْ عَمْرٍو بْنِ الْعَاصِ قَالَ قُلْتُ لِرَسُوْلِ اللهِ ﷺ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ عَائِشَةَ قُلْتُ مِنْ الرِّجَالِ قَالَ أَبُوهَا قُلْتُ ثُمَّ مَنْ؟ قَالَ عُمَرُ فَعَدَّ رِجَالًا


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ