২৬৮৯

পরিচ্ছেদঃ সন্তান প্রতিপালন

(২৬৮৯) হাসান কর্তৃক মুরসাল হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি, যে তার সন্তান-সন্ততির জন্য সবচেয়ে বেশি উপকারী।

عَنِ الْـحَسَنِ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أحَبُّ الْعِبَادِ إِلٰـى اللهِ تَعَالٰـى أنْفَعُهُمْ لِعِيَالِهِ (عَبْدُ اللهِ) فِـيْ زَوائِدِ الزُّهْدِ عَنِ الْـحَسَنِ مُرْسَلًا

عن الـحسن قال رسول اللهاحب العباد الـى الله تعالـى انفعهم لعياله (عبد الله) فـي زواىد الزهد عن الـحسن مرسلا
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ হাসান বাসরী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৪/ বিবাহ ও দাম্পত্য