২৬৮৫

পরিচ্ছেদঃ সতীনের জ্বালা

(২৬৮৫) আসমা (রাঃ) বলেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ’আমার এক স্বপত্নী আছে। তাই স্বামী আমাকে তার সম্পদ থেকে যা দেয় না, তা নিয়ে যদি পরিতৃপ্তি প্রকাশ করি তাতে আমার কোন ক্ষতি হবে কি?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা দেওয়া হয়নি তা নিয়ে পরিতৃপ্তি প্রকাশকারী মিথ্যা দুই বস্ত্র পরিধানকারীর ন্যায়।

عَنْ أَسْمَاءَ جَاءَتِ امْرَأَةٌ إِلٰـى النَّبِىِّ ﷺ فَقَالَتْ إِنَّ لِـىْ ضَرَّةً فَهَلْ عَلَىَّ جُنَاحٌ أَنْ أَتَشَبَّعَ مِنْ مَالِ زَوْجِىْ بِمَا لَمْ يُعْطِنِى؟ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلاَبِسِ ثَوْبَـىْ زُوْرٍ

عن اسماء جاءت امراة الـى النبى ﷺ فقالت ان لـى ضرة فهل على جناح ان اتشبع من مال زوجى بما لم يعطنى؟ فقال رسول الله ﷺ المتشبع بما لم يعط كلابس ثوبـى زور

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৪/ বিবাহ ও দাম্পত্য