পরিচ্ছেদঃ জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম
(২৫১৩) আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মু’মিন একই গর্ত থেকে দু’বার দংশিত হয় না। (বুখারী হা/৬১৩৩, মুসলিম হা/৭৬৯০)
وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ أَنَّ النَّبيَّ ﷺ قَالَ لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ متفق عليه
وعن ابـي هريرة ان النبي ﷺ قال لا يلدغ المومن من جحر واحد مرتين متفق عليه
* (অর্থাৎ, মু’মিন একবার ঠকলে দ্বিতীয়বার ঠকে না। মু’মিন হয় সতর্ক ও সচেতন।)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন