২৫১২

পরিচ্ছেদঃ জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম

(২৫১২) উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক এসে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিবেদন করল যে, সে ব্যবসা বাণিজ্য বা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সাথে তুমি কেনাবেচা করবে, তাকে বলে দেবে যে, ধোঁকা যেন না হয়। (অর্থাৎ, আমার পণ্য বস্তু ফিরিয়ে দেওয়ার এখতিয়ার থাকবে।)

وَعَنهُ قَالَ : ذَكَرَ رَجُلٌ لِرَسُولِ اللهِ ﷺ أنَّهُ يُخْدَعُ في البُيُوعِ ؟ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ بَايَعْتَ فَقُلْ : لاَ خِلاَبَةَ متفق عَلَيْهِ

وعنه قال : ذكر رجل لرسول الله ﷺ انه يخدع في البيوع ؟ فقال رسول الله ﷺ من بايعت فقل : لا خلابة متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন