পরিচ্ছেদঃ নিষিদ্ধ খেলাধূলা
(২৩২৮) আবূ মূসা (রাঃ) প্রমুখাৎ বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাশা-জাতীয় খেলা খেলল, সে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের নাফরমানী করল।
عَنْ أَبِـيْ مُوسَى قال : قال رَسُوْلُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى الله وَرَسُولَهُ
عن ابـي موسى قال : قال رسول الله صلى الله عليه وسلم من لعب بالنرد فقد عصى الله ورسوله
(মালেক, আবূ দাঊদ ৪৯৩৮, ইবনে মাজাহ ৩৭৬২, হাকেম ১/৫০, বাইহাকীর শুআবুল ঈমান, সহীহুল জামে’ ৬৫২৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ মূসা আল- আশ'আরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী