পরিচ্ছেদঃ অবৈধ কবিতা
(২৩১৯) উক্ববাহ বিন আমের (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসাফির আল্লাহ ও তাঁর যিকর নিয়ে একান্ততা অবলম্বন করে, ফিরিশতা তার সঙ্গী হন। আর যে কাব্য-চিন্তা নিয়ে একান্ততা অবলম্বন করে, শয়তান তার সঙ্গী হয়।
عَن عُقْبَةَ بن عَامِرٍ، يَقُوْلُ: قَالَ النَّبِيُّ ﷺ مَا مِنْ رَاكِبٍ يَخْلُو فِي مَسِيرِهِ بِاللهِ وَذِكْرِهِ إِلَّا رَدِفَهُ مَلَكٌ، وَلَا يَـخْلُوا بِشِعْرٍ وَنَحْوِهِ إِلَّا رَدِفَهُ شَيْطَانٌ
عن عقبة بن عامر، يقول: قال النبي ﷺ ما من راكب يخلو في مسيره بالله وذكره الا ردفه ملك، ولا يـخلوا بشعر ونحوه الا ردفه شيطان
(ত্বাবারানীর কাবীর ১৪৩০৯, সহীহুল জামে’ ৫৭০৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উকবাহ ইবনু আমির (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী