২২৮৫

পরিচ্ছেদঃ রাগ ও ক্রোধ

(২২৮৫) মুআয (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন প্রকার ক্রোধ সংবরণ করে, যা সে প্রয়োগ করতে সমর্থ, আল্লাহ তাকে সৃষ্টির মাঝে আহবান করবেন এবং তার ইচ্ছামত (বেহেশ্তের) সুনয়না হুরী গ্রহণ করতে এখতিয়ার দেবেন।

عَنْ مُعَاذٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ - دَعَاهُ اللهُ عَزَّ وَجَلَّ عَلٰـى رُءُوْسِ الْـخَلاَئِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتّٰـى يُـخَيِّرَهُ اللهُ مِنَ الْـحُورِ مَا شَاءَ

عن معاذ ان رسول الله ﷺ قال من كظم غيظا وهو قادر على ان ينفذه - دعاه الله عز وجل علـى رءوس الـخلاىق يوم القيامة حتـى يـخيره الله من الـحور ما شاء

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী