পরিচ্ছেদঃ জমি জবর-দখল
(২২৫৮) আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি (অন্যের) অর্ধহাত পরিমাণও জমি জবরদখল করবে (কিয়ামতের দিন) সে ব্যক্তির ঘাড়ে ঐ জমির (নীচের) সাত (তবক) জমিনকে বেড়িস্বরূপ ঝুলিয়ে দেওয়া হবে।
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ ظَلَمَ قِيدَ شِبْـرٍ مِنَ الْأَرْضِ طُـوِّقَـهُ مِـنْ سَـبْـعِ أَرَضـِيـنَ
عن عاىشة قالت قال رسول الله ﷺ من ظلم قيد شبـر من الارض طـوقـه مـن سـبـع ارضـيـن
(আহমাদ ২৪৫০৪, বুখারী ২৪৫৩, ৩১৯৫, মুসলিম ৪২২২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী