পরিচ্ছেদঃ মৃতকে গালি
(২০৯৩) সাঈদ বিন যায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাফেরকে গালি দিয়ে মুসলিমকে কষ্ট দিয়ো না।
عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لاَ تُؤْذُوا مُسْلِمًا بِشَتْمِ كَافِرٍ
عن سعيد بن زيد رضى الله عنه قال قال رسول الله ﷺ لا توذوا مسلما بشتم كافر
(বাইহাক্বী ৭৪৩৯, হাকেম ১৪২০, সহীহুল জামে’ ৭১৯১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাঈদ ইবনু যায়দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী