পরিচ্ছেদঃ সাহাবাকে গালি
(২০৭৭) আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবাকে গালি দিয়ো না। যে ব্যক্তি আমার সাহাবাকে গালি দেয়, আল্লাহ তাকে অভিশাপ করেন।
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ لَا تَسُبُّوْا أَصْحَابِىْ لَعَنَ اللهُ مَنْ سَبَّ أَصْحَابِىْ
عن عاىشة قالت قال رسول الله صلى الله عليه و سلم لا تسبوا اصحابى لعن الله من سب اصحابى
(তবাবারানীর আউসাত্ব ৪৭৭১, সহীহুল জামে’ ৫১১১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী