২০৫২

পরিচ্ছেদঃ গণক, জ্যোতিষী ইত্যাদি ভবিষ্যদ্বক্তার নিকট গমন নিষেধ

(২০৫২) স্বাফিয়্যাহ বিনতে আবূ উবাইদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী (হাফসাহ রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’যে ব্যক্তি গণকের নিকট এসে কোন (গায়বী) বিষয়ে প্রশ্ন করে, তার চল্লিশ দিনের নামায কবুল করা হয় না।’

وَعَنْ صَفِيَّةَ بِنتِ أَبِي عُبَيدٍ عَن بَعضِ أَزوَاجِ النَّبِيِّ ﷺ وَرَضِيَ اللهُ عَنهَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ أَتَى عَرَّافاً فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيلَة رواه مسلم

وعن صفية بنت ابي عبيد عن بعض ازواج النبي ﷺ ورضي الله عنها عن النبي ﷺ قال من اتى عرافا فساله عن شيء لم تقبل له صلاة اربعين ليلة رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী