১৮৮২

পরিচ্ছেদঃ ফিতনা সম্পর্কিত হাদীসসমূহ

(১৮৮২) আবূ যার (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার সময় যদি তুমি ভয় কর যে, তরবারির চমক তোমার চোখ ঝলসে দেবে, তাহলে তুমি তোমার চেহারা আবৃত করে নাও।

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رسول الله ﷺ فَإِنْ خَشِيتَ أَنْ يَبْهَرَكَ شُعَاعُ السَّيْفِ فَأَلْقِ ثَوْبَكَ عَلَى وَجْهِكَ

عن ابي ذر قال قال رسول الله ﷺ فان خشيت ان يبهرك شعاع السيف فالق ثوبك على وجهك

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১৯/ ফিতনা