পরিচ্ছেদঃ সুন্নাহ পালনের গুরুত্ব ও তার কিছু আদব প্রসঙ্গে
(১৫১০) ইবনে আব্বাস (রাঃ) বলেন, ’আমার মনে হয় ওরা ধ্বংস হয়ে যাবে। আমি বলছি, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন’ আর ওরা বলছে, ’আবু বকর ও উমর বলেছেন।’
قَالَ ابْنُ عَبَّاسٍ: أُرَاهُمْ سَيَهْلِكُونَ أَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَقُولُ: قَالَ أَبُو بَكْرٍ وَعُمَرُ
قال ابن عباس: اراهم سيهلكون اقول: قال رسول الله صلى الله عليه وسلم، ويقول: قال ابو بكر وعمر
(ইবনে হাযম, আহমাদ ৩১২১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১৩/ সুন্নাহ