৮৮৬

পরিচ্ছেদঃ মাগরেবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ

(৮৮৬) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় বড় সাহাবীদেরকে দেখেছি, তাঁরা মাগরেবের সময় থামগুলির দিকে দ্রুত বেগে অগ্রসর হতেন। (দু’ রাকআত সুন্নত পড়ার উদ্দেশ্যে।)

وَعَن أَنَسٍ قَالَ لَقَدْ رَأيْتُ كِبَارَ أَصْحَابِ رَسُولِ اللهِ ﷺ يَبْتَدِرُونَ السَّوَارِيَ عَندَ المَغْرِبِ

وعن انس قال لقد رايت كبار اصحاب رسول الله ﷺ يبتدرون السواري عند المغرب

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৬/ স্বলাত (নামায)