পরিচ্ছেদঃ ফজর ও আসরের নামাযের ফযীলত
(৬৫১) ইবনে উমার (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির আসরের নামায ছুটে গেল, তার যেন পরিবার ও ধন-মাল লুণ্ঠন হয়ে গেল।
عَنْ اِبْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ الَّذِى تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ
عن ابن عمر ان رسول الله ﷺ قال الذى تفوته صلاة العصر كانما وتر اهله وماله
(মালিক, বুখারী ৫৫২, মুসলিম ১৪৪৮, আবূ দাঊ ৪১৪, তিরমিযী ১৭৫, নাসাঈ ৫১২ প্রমুখ)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৬/ স্বলাত (নামায)